Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনশুমারী- ও গৃহগণনা-২০২২ এর  রিপোর্ট অনুযায়ী রংপুর জেলার- জনসংখ্যা-  ৩১৬৯৬১৪,  (পুরুষঃ ১৫৬৯০২৬, মহিলাঃ ১৬০০৪৩৮, হিজরাঃ ১৫০ জন) **পল্লী ও শহরভিত্তিক জনসংখ্যা - পল্লী- মোটঃ ২১৩৭৯৩৩, শহর- মোটঃ ১০৩১৬৮১, **ক্ষুদ্রনৃগোষ্ঠী- মোটঃ ১৫৯৪৭ জন (পুরুষঃ ৭৭১০, মহিলাঃ ৮২৩৭), **ধর্মভিত্তিক জনসংখ্যা- মুসলমানঃ ৯০.৬৪%, হিন্দুঃ ৮.৯৬%, বৌদ্ধঃ০.০৪৫%, খ্রিষ্টানঃ ০.২৬%, অন্যান্যঃ ০.১%, **সাক্ষরতার হার- মোটঃ ৭০.৭৩% (পুরুষঃ ৭৩.৪৯%, মহিলাঃ ৬৬.০৪%) **খানা- ৮২৮৪৮৪  টি (খানার আকারঃ ৩.৭২, ঘনত্বঃ ১৩২০ জন) **রংপুর জেলার বাসগৃহ-৮৩৪৩০৭ (শহরঃ ২৫৩৯১৮, পল্লীঃ ৫৮০৩৮৯) **শিক্ষার হার ( 5 বছর+) ৭৪.৬০%  **রংপুর সিটিকর্পোরেশ এর জনসংখ্যা- ৭০৮৫৭০, (পুরুষঃ ৩৬০৮৬১ , মহিলাঃ ৩৪৭৬৭৩, হিজরাঃ ৩৬) **খানা- ১৭০৭৩৩  টি (খানার আকারঃ ৩.৯১, ঘনত্বঃ ৩,৪৪৫ জন) **শিক্ষার হার ( 5 বছর+) ৮০.৯৪


শিরোনাম
অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তালিকা প্রণয়ন কার্যক্রমে তথ্য প্রদান করছেন রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় স্যার জনাব মো: জাকির হোসেন ।
বিস্তারিত

অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তালিকা প্রণয়ন কার্যক্রমে তথ্য প্রদান করছেন রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় স্যার জনাব মো: জাকির হোসেন । এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়কারী ও যুগ্মপরিচালক মহোদর জনাব মোঃ শফিকুল ইসলাম স্যার। জেলা সমন্বয়কারী জনাব মোঃ স্বাত্বিক শাহ আল মারুফ  স্যার সহ জোনাল অফিসার ও তালিকাকারিগণ বিভাগীয় কমিশনার কার্যালয় রংপুর এর তথ্য সংগ্রহ করে থাকেন। এছাড়াও বিভাগীয় সমন্বয়কারী ও যুগ্মপরিচালক মহোদর স্যার রংপুর বিভাগের বিভিন্ন দপ্তর ও কার্যালয় সমুহের তথ্যসংগ্রহ কার্যক্রমে, স্বরেজমিনে তদারকি করেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
16/07/2024
আর্কাইভ তারিখ
31/10/2030