২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস। দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে এ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর চতুর্থবারের মত ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্য নিয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় এর আয়োজনে ২৭ ফেব্রুয়ারি পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪”। সকাল ৯:৩০ টায় বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু করে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মো: আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রংপুর এবং বিশেষ অতিথি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব ড. মো: শাহজামান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান। আলোচনা সভার শুরুতে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, রংপুর-এর যুগ্মপরিচালক জনাব মো: শফিকুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র কার্যক্রম সর্ম্পকে অবগত করেন। এছাড়াও রংপুর সিটি কর্পোরেশন এর জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিদবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মূল্যবান মতামত প্রদান করেন।
উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা জনাব শ্বাত্ত্বিক শাহ আল মারুফ। এ সময় যুগ্মপরিচালক মহোদয় আলোচক হিসেবে পরিসংখ্যান দিবসটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও পরিসংখ্যানিক তথ্য উপাত্ত তুলে ধরেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস